৪ অক্টোবর থেকে পুনরায় উৎপাদন শুরু করবে আরএসআরএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেড আগামী ৪ আক্টোবর, সোমবার থেকে পুনরায় এমএস রড উৎপাদন শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কোম্পানিটির উৎপাদন কবে থেকে বন্ধ রয়েছে এমন তথ্য কোম্পানিটি জানায়নি।

সূত্র জানায়, কোম্পানিটির এমএস রড উৎপাদনে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হয়। আর এই বিদ্যুৎ আসে কোম্পানির নিকটস্থ সাব-স্টেশন থেকে। বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে কোম্পানিটির কারখানায় সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি সবসময় বিএসইসি এবং ডিএসইর সব নিয়ম মেনে চললেও উৎপাদন বন্ধের খবর নিয়ন্ত্রক সংস্থাকে সময়মত জানায়নি।

কোম্পানিটি ইতোমধ্যে চায়না থেকে সাব-স্টেশনের সব যন্ত্রপাতি আমদানি করে চায়নার বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে স্থাপন করেছে। আরএসআরএম চায়না থেকে যন্ত্রপাতি আমদানি করতে এবং প্রতিস্থাপন করতে একটি এলসি খুলেছে।

এখন কোম্পানিটির কারখানায় বিদ্যুৎ সরবরাহ রয়েছে এবং উৎপাদন শুরু করতে আর কোনো বাধা নেই।

কোম্পানিটি জানায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর কারণে কারখানা মেরামত করতে দীর্ঘ সময় লেগেছে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.