পরমাণু অস্ত্র নির্মূলের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

অবশ্যই পরমাণু অস্ত্র নির্মূল এবং বিশ্বে সংলাপ, বিশ্বাস ও শান্তির নতুন যুগ শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, শুরু থেকেই পরামাণু অস্ত্র জাতিসংঘের কর্মকাণ্ডের মূল কেন্দ্রে রয়েছে। সুতরাং বিশ্ব থেকে পরমাণু অস্ত্র নির্মূলের এখনই সময়।

ইন্টারন্যাশনাল ডে ফর দ্যা টোটাল এলিমিনেশন অব নিউক্লিয়ার উইপন্স উপলক্ষে রোববার (২৬ সেপ্টেম্বর) মহাসচিব এ কথা বলেন।

এন্তোনিও গুতেরেস বলেন, গত কয়েক দশকে পরমাণু অস্ত্রের সংখ্যা কমেছে। বিশ্বজুড়ে এখনও ১৪ হাজার অস্ত্রের মজুদ রয়েছে। ফলে প্রায় চার দশক ধরে পৃথিবী সর্বোচ্চ মাত্রার পারমানবিক ঝুঁকির মুখে রয়েছে।

সূত্র: বিবিসি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.