ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে এবার আদালতে মামলা

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলাটির আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, মুজাহিদুর রহমান নামের এক ব্যক্তি আদালতে মামলাটির আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।

এরআগে গুলশান থানায় দায়ের হওয়া মামলায় রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুলশান থানা পুলিশ। পরে ধানমন্ডি থানায় দায়ের হওয়া আরেক মামলায় গতকাল তাদের একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ওইদিনই (মঙ্গলবার) চেক জালিয়াতির অভিযোগে যশোরে আরেকটি মামলা হয় রাসেলের বিরুদ্ধে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.