রামেকের করোনা ইউনিটে মৃত্যু আরো ৪

গেত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এ নিয়ে মোট ১১৮ জনের মৃত্যু হলো। এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা যান।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের তিনজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। আর করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় মারা গেছেন একজন। তাঁদের দুইজন নওগাঁর, জয়পুরহাট ও ঝিনাইদহের একজন করে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে ২৪০ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩০ জন। শনিবার রাজশাহী দুটি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ৪ দশমিক ৯৬ শতাংশ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.