শীর্ষস্থান হারালেন সাকিব, মুস্তাফিজের উন্নতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করার সুবাদে প্রায় তিন বছর পর টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে জ্বলে উঠতে না পারায় শীর্ষস্থান হারালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে তিনি।

সাকিবকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আবারো শীর্ষে উঠে এলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। বর্তমানে তাঁর রেটিং ৬২৬। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং কমলেও অবস্থানের কোন পরিবর্তন হয়নি তাঁর। ৬১১ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সিরিজ কাটানোর পর বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৫ ধাপ উন্নতি হয়েছে নাসুম আহমেদের।

কিউইদের বিপক্ষে ৫ ম্যাচ খেলা নাসুম নিয়েছেন ৮ উইকেট। তাতে টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে ভালো করার সুবাদে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে প্রবেশ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে দুটি ম্যাচজয়ী ইনিংস খেলার পর ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে অবস্থান করছেন তিনি। মোহাম্মদ নাইমও তিন ধাপ এগিয়েছেন। বাঁহাতি এই ওপেনার রয়েছেন ২৪ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন কুইন্টন ডি কক। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১২১.৪২ স্ট্রাইক রেটে করেছেন ১৫৩ রান। সিরিজ সেরার পুরস্কার জেতার পাশাপাশি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.