তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনে চুক্তির খসড়া অনুমোদন

বিশ্বের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ SMW-6 কনসোর্টিয়ামের 11 & ASC কর্তৃক চূড়ান্ত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তি (C&MA) এর খসড়া অনুমোন করেছে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অনুমোদন দেওয়া হয়।

সাবমেরিন ক্যাবল কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, একই বৈঠকে কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদারের সাথে সরবরাহ চুক্তি (Supply Contract) স্বাক্ষরের জন্য অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯৩ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিজস্ব তহবিল থেকে ৩শ কোটি ৮৩ লাখ টাকার যোগান দেবে। সরকার বাকী ৩৯২ ওটি ৩৩ লাখ টাকার যোগান দেবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.