ক্ষেপণাস্ত্র পরীক্ষা: উত্তর কোরিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

শনিবার ও রোববার একটি নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়াকে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে তার প্রতিবেশী ও আশপাশের দেশগুলো হুমকি হিসেবে বিবেচনা করছে বলে ওই বার্তায় বলা হয়েছে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগন থেকে পাঠানো এ সম্পর্কিত বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার সামরিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচি দেশটির প্রতিবেশী ও অন্যান্য দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে। যা কারও কাছে একেবারেই কাম্য নয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার সকালে এক প্রতিবেদনে জানায়, নতুন ধরনের এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো এক হাজার ৫০০ কিলোমিটার (৯০০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার সামরিক ও নিরাপত্তাগত দিক থেকে নতুন এই ক্ষেপণাস্ত্র খুবই ‘গুরুত্বপূর্ণ’। কারণ বিশ্বের ‘নিষ্ঠুর শক্তিগুলো’ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব ‘ষড়যন্ত্র’ করছে, সে সবের ‘যোগ্য জবাব’ দেবে এসব ক্ষেপণাস্ত্র।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রকল্প ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের নির্মাণ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। এই ধরনের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে দেশটি।

সূত্র: এনডিটিভি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.