সীমান্তে হত্যা বন্ধে ভারতকে বাধ্য করার আহ্বান বিএনপির

‘সীমান্তে ন্যক্কারজনক হত্যাকাণ্ড থেকে বিরত থাকার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে বাধ্য করতে সরকারকে কার্যকরি ব্যবস্থা’ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ দাবি করা হয়। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের গুলিতে শাহিবর রহমান নামে এক বাংলাদেশি নিহত হন। বিএনপি এ ঘটনার নিন্দা জানায়।

দলটির দাবি, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এই সব হত্যাকাণ্ডের বিষয়ে কখনও কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। সভ্য পৃথিবীর কোনও দেশের সীমান্তে এভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয় না। এটা আন্তর্জাতিক আইনবিরোধী।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় আরও অংশগ্রহণ করেন— খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.