অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং শস্যবাণিজ্যের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান (এডিএম) থেকে খাদ্যশস্য আমদানি করা বন্ধ করে দিয়েছে ।
খাদ্যরশস্যের বৈশ্বিক চাহিদা পুরণে দেশটি এখন তাদের নিজ কৃষিখাত থেকে সব চাহিদা পুরন করতে পারবে-এমন আশাবাদে যুক্তরাষ্ট্র থেকে খাদ্যশস্য আমদানি না করার সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানিয়েছেন দেশটির অর্থসংস্থান বিভাগ।খবর বিবিসি ।
ওই বিভাগের এক কর্মকর্তা জানান, অস্ট্রলিয়া প্রতিবছর আন্তর্জাতিক বাজারে প্রচুর পরিমাণে গমশস্য রপ্তানি করে থাকে । তবে দেশটি পর্যন্ত দেশটি এই এডিএম থেকে ৩৪০ কোটি ডলারের খাদ্যশস্য আমদানি করেছে ।
অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমের বরাত দিয়ে তিনি আরো বলেন, আমি মনে করি, খাদ্যশস্য চাহিদা পুরনে আমাদেরকে বিদেশের উপর পুরোপুরিভাবে নির্ভর করার এখন সময় নয় । আমাদের দেশীয় বাজারে খাদ্যশস্য দাম এখন নিয়মিত উঠানামা করছে ঠিকই কিন্ত যুক্তরাষ্ট্র থেকে খাদ্যশস্য এখন আমাদের আর আমদানি করতে হবে না।
উল্লেখ্য, সিডনিতে খাদ্যশস্যের শেয়ারমুল্যর ২০ শতাংশ কমে গেছে ।