পিএইচডি-মাস্টার্স ডিগ্রির কোনো দাম নেই: তালেবান শিক্ষামন্ত্রী

তালেবান মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী শেখ মাওলানা নুরুল্লা মুনিরের একটি মন্তব্য নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে তাকে উচ্চশিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলতে শোনা যায়।

মন্ত্রীত্বের প্রথম দিনেই তালেবানের শিক্ষামন্ত্রী বলেছেন, ‘আজকের দিনে কোনও মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি-র দাম নেই। আপনারা নিশ্চয় জানেন যে মাওলানা ও তালেবান নেতারা ক্ষমতায় এসেছেন, তাদের পিএইচডি, মাস্টার্স এমনকি হাইস্কুলের ডিগ্রিও নেই। কিন্তু তারাই শ্রেষ্ঠ ব্যক্তি।’

উচ্চশিক্ষা নিয়ে নুরুল্লাহ মুনিরের এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই লোক শিক্ষা নিয়ে কথা বলছেন কেন?’

অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘উচ্চশিক্ষামন্ত্রীই বলছেন যে তার (উচ্চশিক্ষা) কোনো মূল্য নেই।’

ক্ষমতা দখলের পর সশস্ত্র সংগঠনটি বলেছিল, তারা আগের মতো আফগানিস্তানে কট্টর শাসনব্যবস্থা চাপিয়ে দেব না। কিন্তু তালেবানের এই কথা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সন্দেহ রয়েছে।

তালেবান বলেছিল, তারা আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গড়বে। কিন্তু গতকাল তালেবান যে সরকারের ঘোষণা দিয়েছে, তা মোটেই অন্তর্ভুক্তিমূলক নয়। তালেবান সরকারের মন্ত্রিসভায় কোনো নারীকে রাখা হয়নি।

এদিকে আফগানিস্তানের সদ্যঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারকে ‘শরিয়াহ আইন’ বাস্তবায়ন করতে বলেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। গত ১৫ আগস্ট আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি তাকে। তবে গতকাল তিনি একটি বিবৃতি দিয়েছেন। তালেবানের ক্ষমতা দখলের পর এই প্রথম আখুন্দজাদা কোনো বিবৃতি দিলেন।

আখুন্দজাদার বিবৃতিটি ইংরেজিতে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি দেশবাসীকে এটা নিশ্চিত করতে চাই যে ইসলামিক আইন ও শরিয়াহ আইন বাস্তবায়নে এ সরকার কঠোর পরিশ্রম করে যাবে।’

বিবৃতিতে আখুন্দজাদা বলেন, ‘ভবিষ্যতে আফগানিস্তানের সব কর্মকাণ্ডই পরিচালিত হবে শরিয়াহ আইন অনুসারে। তালেবানের নতুন সরকার দেশটিতে দীর্ঘ মেয়াদে শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য কাজ করে যাবে।’

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) মোল্লা মহম্মদ হাসান আকুন্দের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করেছে তালেবান।

মন্ত্রিপরিষদের যারা স্থান পেয়েছেন তারা প্রত্যেকেই প্রথম সারির তালেবান নেতা। এ প্রসঙ্গে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, নতুন ইসলামিক সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা হাসান এবং ডেপুটি মোল্লা অবদুল ঘানি বরাদার।

সূত্র: এনডিটিভি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.