র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার আগে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ের ফলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরও একধাপ এগিয়েছে টাইগাররা।

এবার অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় জয়ের পর ১২ রেটিং পয়েন্ট বেড়েছিল মাহমুদউল্লাহদের। ২৩৮ পয়েন্ট নিয়ে তাই বাংলাদেশ ছিল ৭ নম্বরে। দ্বিতীয় ম্যাচে জয়ের পর আরও ৩ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ফলে ২৪০ রেটিং পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া এক ধাপ নিচে নেমে গেছে।

অস্ট্রেলিয়া ছাড়াও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে টপকে সেরা পাঁচে ওঠে আসারও সুযোগ রয়েছে বাংলাদেশের।

নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের আরও ৭ রেটিং পয়েন্ট বাড়বে। এমনটা হলে নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। তাতে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে পাঁচে উঠবে বাংলাদেশ। এদিকে টাইগারদের বিপক্ষে হোয়াইটওয়াশ হলে তিন থেকে চারে নেমে যাবে নিউজিল্যান্ড। ২৭৮ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড।

তালিকার দুইয়ে রয়েছে ভারত। যেখানে এই দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র ৫। তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া আটে আফগানিস্তান, নয়ে শ্রীলঙ্কা এবং দশে ওয়েস্ট ইন্ডিজ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.