ভারত দল হিসেবে জিতে আর দল হিসেবেই হারে: কোহলি

লর্ডসে রোমাঞ্চকর এক জয়ের পর হেডিংলিতে বাজেভাবে হারতে হয়েছে ভারতকে। যেখানে সিরিজের তৃতীয় টেস্টে ৭৮ রানে অল আউট হওয়ার পর ভারতের সমালোচনায় ব্যস্ত ক্রিকেট বিশ্লেষক কিংবা সমর্থকদের একটা অংশ। অনেকে ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলিদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ কোহলি।

ভারতের অধিনায়কের জানিয়েছেন, ‘একটা ম্যাচের ফলাফলের পুনরাবৃত্তি যদি পরের ম্যাচে হতো তবে লর্ডসের পর হেডিংলিতেও আমরা ইংল্যান্ডকে হারিয়ে দিতাম। তবে এমনটা ঘটেনি। আমরা মূলত এমন সময়ই পছন্দ করি যখন লোকে আমাদের সামর্থ্যকে প্রশ্ন করতে থাকে।’

ভারতের অধিনায়ক আরও বলেন, ‘আমরা তাই ভেঙে পড়বো না। ড্রেসিংরুমে আমাদের খেলোয়াড়েরা মানসিকভাবে অনেকটাই আহত। আর যখনই তারা আহত হয়েছে, তখনই তারা তাদের পূর্বের ভুলগুলোকে শুধরে নিয়ে পাল্টা আঘাত করতে চেয়েছে। পরে দুটো ম্যাচ সেভাবেই খেলবো আমরা।’

কোহলি বলেন, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে প্রথম ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি। দ্বিতীয় ইনিংসে ভালো করেছি আমরা। বোলিংয়ের ক্ষেত্রেও তাই। আমি মানছি যে, আমরা ধারাবাহিক নই। এটাই। আমি জানি, হেরে গেলে কী কী আসতে পারে সামনে। কিন্তু আগেও বলেছি, আমি এই ফাঁদে পা দেবো না। আমরা দল হিসেবে হারি, দল হিসেবেই জিতি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.