বিশেষ বিমানে ঢাকায় ফিরলেন ২২ জন

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করোনা ভাইরাসের কারণে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিসহ ২২ জনকে ঢাকায় ফেরত আনা হয়েছে। রোববার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪০৮৯) মোট ২২ জন বাংলাদেশে এসেছেন। শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারা সবাই নিজ খরচে ফিরেছেন।

যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছাড়া কয়েকজন থাই নাগরিকও ছিলেন। থাই নাগরিক যারা এই ফ্লাইটে ঢাকায় এসেছেন তারা নিজ নিজ দেশের দূতাবাস অথবা বাংলাদেশে কোনো প্রকল্পে কর্মরত। এই যাত্রীদের বাংলাদেশে আনায় সহযোগিতার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.