নৌকাডুবির ঘটনায় দোষী প্রমাণিতদের বিরুদ্ধে ব্যবস্থা: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৮ আগস্ট) জেলার বিজয়নগর উপজেলার তিতাস নদের লইছকা বিলে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।

তিনি বলেন, নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো। এ সময় এখনো যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান করার জন্যও আহ্বান জানান তিনি। এ সময় শোকবার্তায় নৌকাডুবিতে প্রাণ হারানো সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন তিনি।

গতকাল (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে জেলার বিজয়নগরে লইস্কা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২২ জনের লাশ উদ্ধার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.