ব্যবসায়ীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ফেসবুক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ফেসবুক। ভারতে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। ফেসবুকে যেসব প্রতিষ্ঠান বা ব্যবযায়ী নিয়মিত বিজ্ঞাপন দেয়, সেসব ব্যবসায়ী ও কোম্পানিকে ঋণ দেওয়া হবে।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর জন্য ১৭-২০ শতাংশ হারে সুদ দিতে হবে। তবে কোনও জামানত ছাড়াই মিলবে এই মোটা অঙ্কের ঋণ।

গেল সপ্তাহে প্রথম ভারতের ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে বিনিয়োগ করেছে অ্যামাজন। ইতোমধ্যে দেশটিতে ডিজিটাল পেমেন্ট সার্ভিসও শুরু করে দিয়েছে ফেসবুকের আরেক প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ।

ফেসবুকের ভারতীয় কর্মকর্তা অজিত মোহন দাবি করছেন, ডিজিটাল ট্রান্সফর্মেশনের খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছি আমরা। ফেসবুক বিশ্বাস করে, ছোট ব্যবসায়ীদের ঋণ দিলে তাদের ব্যবসা দ্রুত সাফল্যের মুখ দেখতে পারবে।

ইতোমধ্যে ভারতের ২০০টি শহরে এই কর্মসূচির জন্য নাম নিবন্ধন শুরু করেছে ফেসবুক।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.