হাইকোর্টে আগাম জামিনের দ্বার খুলল

সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের শুনানি চালু হয়েছে।

রোববার (২২ আগস্ট) হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে আগাম জামিনের আবেদনের ওপর শুনানি হয়। এদিকে আগাম জামিন আবেদনের ক্ষেত্রে হত্যা মামলাসহ সব আবেদন শুনবেন হাইকোর্ট। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেই মামলায় আদালত আগাম জামিনের আবেদন শুনবেন না বলেও জানা গেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ২২ আগস্ট হতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহ শুনানির বিষয়ে সময় নির্ধারণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে গত ১৭ আগস্ট আগাম জামিনের শুনানি করতে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগাম জামিনের শুনানির ক্ষেত্রে আসামিকে আদালতে হাজির হয়ে জামিন চাইতে হয়।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.