কুষ্টিয়ায় করোনায় আরও ৭ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৮৫টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৯১ শতাংশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিলেন। বর্তমানে হাসপাতালে ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৩ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, কুষ্টিয়ায় এ পর্যন্ত ৯৩ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ‌্যে ৮৭ হাজার ৮৪১ জনের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ৫ হাজার ২৮৫ জন। করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫৮৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৭৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৭ জন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.