ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ৬৩ হাজার ১১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো ফার্মা ৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বে-লিজিং, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিকস, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, ইসলামিক ফিন্যান্স, যমুনা ব্যাংক, কে অ্যান্ড কিউ, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, এমজেএলবিডি, ন্যাশনাল হাউজিং, নর্দার্ন ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, পেনিনসুলা, প্রিমিয়ার সিমেন্ট, আরএকে সিরামিকস, রেনেটা, সিলভা ফার্মা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, এসপিসিএল, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, সামিট পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.