এখনই খুলছে না পর্যটন কেন্দ্র

চলমান বিধিনিষেধ ধাপে ধাপে শিথিলের ঘোষণা আসলেও পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তাই অপেক্ষার প্রহর গুণতে হবে ভ্রমণ পিপাসুদের।

আজ রোববার (০৮ আগস্ট) সচিবালয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, না, মনে হয় না। পর্যটন কেন্দ্রগুলো মনে হয় এই মুহূর্তে খুলছে না। এটা আরও পরে।

তিনি বলেন, বিধিনিষেধ কতটুক কিভাবে শিথিল করা হবে সেসব বিষয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেই জানাতে পারবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা মাস্ক পরার ওপর জোর দিয়েছি। আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী দিনে সবাইকে মাস্কও পরতে হবে কাজও করতে হবে। মাস্ক পরলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এদিকে, বিধিনিষেধ শিথিল করে আজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানেও পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.