তালেবানের দখলে বহু শহর: মার্কিন নাগরিকদের আফগান ত্যাগের নির্দেশ

মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা আফগানিস্তান থেকে বিদায় নিতেই একের পর এক শহর দখল করছেন তালেবান যোদ্ধারা। এ পরিস্থিতিতে তালেবান হামলা থেকে বাঁচতে দ্রুত সব নাগরিককে আফগান ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। খবর আরব নিউজের

এদিকে আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা নিশ্চিত করতে মার্কিন নাগরিকদের কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দ্রুত যোগাযোগের জন্য বলা হয়েছে।

প্রায় দুই দশকের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী প্রত্যাহারের সময় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে তালেবানযোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্কবার্তা ঘোষণা করা হলো।

এর আগে গত শুক্রবার আফগানিস্তানে অবস্থানরত সব ব্রিটিশ নাগরিককে দ্রুত দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য।

উল্লেখ্য, শনিবারই দিনের মাঝামাঝি সময়ে তালেবানের হাতে আফগানিস্তানের জুযজান প্রদেশের কেন্দ্রীয় শহরটির পতন হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.