টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল: মাহমুদউল্লাহ

শুক্রবার মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এ নিয়ে অজিদের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিতল বাংলাদেশ।

এবারের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের স্বাদই ছিল না বাংলাদেশের। এবার জয় এলো টানা তিন ম্যাচে। শুক্রবার ১০ রানে জিতে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেরে সাকিব-মাহমুদউল্লাহরা। সিরিজ জিতলেও আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়ার অবস্থান ৫ এ।

র‍্যাঙ্কিংয়ে ১০ এ থাকলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভাল দল বলে দাবি করেছেন মাহমুদউল্লাহ। এছাড়া ঘরের মাঠে টানা ৭টি টি-টোয়েন্টিতে জিতেছে লাল-সবুজের দলটি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা সব সময়েই মনে করেছি এই ফরম্যাটে আমরা ভালো দল। যদিও র‍্যাঙ্কিং সেই কথা বলে না। কিন্তু আমরা র‍্যাঙ্কিংয়ের দিকে তাকাতে চাই না। আমরা ভারসাম্যপূর্ণ দল। আমাদের বড় মন এবং সঠিক মানসিকটা নিয়ে খেলতে হবে এবং প্রতিভা অনুযায়ী খেলতে হবে। তাহলেই এমন ফলাফল আসবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.