শনিবার দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের ডেকবিম বসানোর জন্য ওই মহাসড়কে দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

আগামীকাল শনিবার (০৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই দেড়ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ থাকবে।

সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, ডেকবিম তোলার সময় যেন কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্যই ওই সময় মহাসড়কে যানচলাচল বন্ধ রাখা হবে। ডেকবিম তুলতে এত সময় হয়তো লাগবে না। এরপরও আমরা এই সময়টা ধরে নিয়েছি।

যানচলাচল সাময়িক বন্ধ থাকবে বলে অসুবিধা সৃষ্টি হবে, এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই ফুটওভার ব্রিজের কাজ গত মে মাসে শুরু হয়েছে। আগামীকাল ডেকবিম তোলার পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.