বরিশাল বিভাগে আরও ২৮ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৪ জন ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬২৪ জন।

আজ শুক্রবার (০৬ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৬ জন। তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ও ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে বরিশালে পাঁচজন, পটুয়াখালীতে চারজন, ভোলায় চারজন ও ঝালকাঠিতে একজন রয়েছেন। সবমিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় এক হাজার ৯২৮টি নমুনা পরীক্ষায় ৬২৪ জনের করোনা শনাক্ত হয়।

তাদের মধ্যে বরিশালে ২০৩ জন, ভোলায় ১৫৬ জন, পিরোজপুরে ৪৪ জন, ঝালকাঠিতে ৪৫ জন, বরগুনায় ৪৯ জন ও পটুয়াখালীতে ১২৭ জন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.