করোনা: বরিশালে আরও ২০ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে। এ‌দি‌কে ব‌রিশাল বিভা‌গে এই সম‌য়ে নতুন করে আক্রান্ত হ‌য়ে‌ছেন ৬৫৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্প‌তিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩। গত ২৪ ঘণ্টায় মৃত‌দের ম‌ধ্যে ১২ জন ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছি‌লেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে বরিশালে ২৬৫ জন, পটুয়াখালী‌তে ১৭৮, ভোলায় ১১৩, পি‌রোজপু‌রে ২৪, বরগুনায় ২৮ এবং ঝালকা‌ঠি‌তে ৪৮ জন। এ নিয়ে ব‌রিশাল বিভা‌গে মোট ক‌রোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ৮৪।

এ‌দি‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ৩০০ শয্যার ক‌রোনা ইউ‌নি‌টে বৃহস্প‌তিবার ৩০১ জন ভ‌র্তি র‌য়ে‌ছেন, যার ম‌ধ্যে ১৩৩ জন ক‌রোনা প‌জি‌টি‌ভ। গত ২৪ ঘণ্টায় এই ইউ‌নি‌টে ৫৪ জন নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন। এ পর্যন্ত এই ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন অবস্থায় ১ হাজার ৫৫ জনের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ আরটিপিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.