করোনা: বগুড়ায় আরও ১৪ জনের মৃত্যু

বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। একই সময়ে ৮৪০টি নমুনা পরীক্ষা করে ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ।

আজ রোববার দুপুরে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। এদের মধ্যে দুই জন অন্য জেলার বাসিন্দা। ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ২১২ জন। তিনটি হাসপাতালে ৫৩০ জন ভর্তি আছেন। বগুড়া জেলায় বর্তমানে এক হাজার ৯৫১ জন শনাক্ত রোগী রয়েছেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.