ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ২০.০৯%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ সময় মূল্য সূচক ও লেনদেনের বড় উত্থানে পার করেছে। ঈদের ছুটির পর ডিএসইতে গত সপ্তাহে  দৈনিক গড় লেনদেন হয়েছে ২০.০৯ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে বাজার মূলধনও।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক এক হাজার ৬৮৪ কোটি ৮৯ লাখ ২৪ হাজার ৭২৮ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল  এক হাজার ৪২৯ কোটি ৮৬ লাখ ২ হাজার ৭৬০ টাকার। এই হিসাবে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ২৮১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ৯৬৮ টাকার বা ২০.০৯ শতাংশ।

অন্যদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৫ কর্মদিবস লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ কর্মদিবস। এই হিসাবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৮ হাজার ৪২৪ কোটি ৪৬ লাখ ২৩ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ২০৮ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার  টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪  হাজার ২১৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকার বা ১০০.১৬ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬২ দশমিক ৫৭ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ৪০ পয়েন্ট বা  দশমিক ৩৮ শতাংশ কমে ২ হাজার ১৭৮ দশমিক ৪৭ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ১৮ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১৪৯টির। আর ৫৩টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩৫১ কোটি ৫৫ লাখ ৮২ হাজার টাকা বা  দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৮৯ হাজার ৯৪০ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৯২ হাজার ২৯২ কোটি ৯ লাখ ৬৬ হাজার টাকায়।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.