রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ২০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ ও ১৬ জন উপসর্গ নিয়ে মারা যান।

এর আগের ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছিল। ফলে রামেক হাসপাতালে আবারও মৃত্যু বেড়েছে।

আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮০ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৯২টি নমুনা পরীক্ষায় ১১৩ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২২ দশমিক ৯২ শতাংশ। ফলে শনাক্তের হারও বেড়েছে বলে জানান রামেক হাসপাতালের পরিচালক।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.