বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে এমারেল্ড অয়েল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড সম্পূর্ণভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। কোম্পানিটি আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির দিনে ৩৩০ মেট্রিক টন রাইস ব্রান ইনপুট ক্যাপাসিটি রয়েছে। আর দিনে ৪৮ মেট্রিক টন রাইস ব্রান অয়েল আউটপুট ক্যাপাসিটি রয়েছে।

এছাড়া ২৮২ মেট্রিক টন ডিওআরবি ক্ষমতা রয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.