করোনা: যশোরে ১৭ জনের মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন সাত জন। রবিবার (৪ জুলাই) হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃতদের মধ্যে পাঁচ জন নারী ও দুই জন পুরুষ। তাদের বয়স ৬০ থেকে ৮২ বছরের মধ্যে।

ডা. আরিফ বলেন, করোনাভাইরাসে মৃত সাত জন যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে (রেড জোনে) ভর্তি ছিলেন। এই ওয়ার্ডে আজ মোট ভর্তি রয়েছেন ১২১ জন।

এদিকে, রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনার নমুনা পরীক্ষায় ৭৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। যশোরের ২৪২ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। আজ শনাক্তের হার ৩০ দশমিক ৯৯ শতাংশ।

করোনা শনাক্তের ঊর্ধ্বগতি ঠেকাতে যশোরে কঠোর লকডাউন কার্যকরে কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ ও বিজিবি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.