তেলাপিয়ায় মধ্যাহ্নভোজ

নির্বিষ সাপ বলতে সবার চোখে যেন ভেসে উঠে ঢোঁড়া সাপের চেহারা। আসলেই তা। দেশে যেসব সাপ একেবারেই বিষহীন ঢোঁড়া তাদের অন্যতম। তাই বলে শিকারে কিন্তু কাঁচা নয় এই সাপ। অন্যসব সাপের মতো ঢোঁড়াও কিন্তু খপ করে শিকারকে মুখে তুলে নিতে সিদ্ধহস্ত। মাশুক আহমেদের ছবিতে দারুণভাবে উঠে এসেছে ঢোঁড়া সাপের শিকারের একটি খণ্ডচিত্র। নিজের মুখের চেয়ে বড় আকারের একটি তেলাপিয়া মাছ গিলে খাওয়ার চেষ্টা। শেষ পর্যন্ত সফলও হয়েছে সাপটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.