সর্বোচ্চ শনাক্তের দিনে শতাধিক মৃত্যু

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে এপ্রিল মাসে দেশে হঠাৎ করেই করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে ব্যাপক উল্লম্ফন হয়। মাঝে কিছুদিন শনাক্ত ও মৃত্যু কমলেও আবারও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত আট হাজার ছাড়িয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় দেশে আট হাজার ৩৬৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ৭ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা একদিনে এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৫২৬৮, ৪৩৩৪, ৫৮৬৯, ৬০৫৮, ৫৭২৭, ৪৮৪৬ ও ৪৬৩৬ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৯৬ হাজার ৬৭০ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ২৩ দশমিক ৮৬ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৪০০টি দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

আজ সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৮৩৬৪  জন

মোট আক্রান্তের সংখ্যা: ৮৯৬৬৭০ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ১০৪ জনের

মোট মৃত্যু হয়েছে: ১৪২৭৬ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৩৫৭০ জন

মোট সুস্থ হয়েছেন: ৮০৭৬৭৩ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০৪ জন মারা গেছেন। গতকাল রোববার (২৭ জুন) করোনায় মারা যান ১১৯ জন, যা এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যু। ১৯ এপ্রিল করোনায় মারা যান ১১২ জন। এরপর ২৫ জুন মারা যান ১০৮ জন। এর আগে ১৮ এপ্রিল দেশে করোনায় মারা যান ১০২ জন। এছাড়া ২৫, ১৭ ও ১৬ এপ্রিল দেশে করোনায় মারা যান ১০১ জন।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১১৯, ৭৭, ১০৮, ৮১, ৮৫, ৭৬ ও ৭৮ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন হাজার ৫৭০ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১০ শতাংশ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.