লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১৬০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটি মোট ১ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ২৩৭টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। কোম্পানিটির  ১ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৯১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৭০ লাখ টাকা।

ম্যাকসন্স স্পিনিং তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৪০ লাখ ৮২ হাজার ৯৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৯ কোটি ৩০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, কাট্টালি টেক্সটাইল, এসএস স্টিল, সী পার্ল বীচ, ওরিয়ন ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল ও কেয়া কসমেটিকস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.