ফিলিস্তিনে ফের ইসরায়েলি হামলা

বেলুন ছোড়ার জেরে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে রাতের আঁধারে আবারও ফিলিস্তিনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুন) গভীর রাতে ফিলিস্তিনের গাজায় এই হামলা চালায়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ফিলিস্তিনিদের ছোড়া বেলুনে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগুন ধরে গেলে জবাবে হামলা চালানো হয়েছে।

সিএনএন বলছে, বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার (১৮ জুন) ভোর পর্যন্ত সশস্ত্র সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ওয়াফা জানিয়েছে, খান ইউনিস এবং গাজা শহরে এসব হামলা চালানো হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টানা ১১ দিনের সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: সিএনএন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.