ব্লক মার্কেটে ১২৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৯ কোটি ৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

মার্কেন্টাইল ব্যাংক ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এনআরবিসি ব্যাংক ১১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, বেক্সিমেকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স,কনফিডেন্স সিমেন্ট, ড্রাগন সোয়েটার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, জিবিএইচ ইস্পাত, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামিক ফিন্যান্স, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মোজাফফর হোসাইন স্পিনিং, মীর আখতার হোসেন, ন্যাশনাল ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল হাউজিং, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রগতি ইন্স্যুরেন্স, আরএকে সিরাসিকস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, সাফকো স্পিনিং, সায়হাম কটন, সাউথইস্ট ব্যাংক, ইউনিক হোটেল, উত্তরা ব্যাংক, ভিএফএস থ্রেড ডাইং ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.