রামেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জনের করোনা পজিটিভ ছিল, বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ বুধবার (০৯ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারা যাওয়া আট জনের মধ্যে পাঁচ জনের বাড়ি রাজশাহীতে ও তিন জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। করোনা পজিটিভ চার জনের মধ্যে তিন জনের বাড়ি রাজশাহীতে এবং একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৪৮৮টি নমুনা পরীক্ষা করে ১৯৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৭৭ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জের নয় জন, নওগাঁর তিন জন, নাটোরের চারজন এবং মেহেরপুর ও চুয়াডাঙ্গায় বাড়ি দুই জনের। মোট ভর্তি রয়েছেন ২৭৭ জন। গতকাল ভর্তি ছিলেন ২৩৫ জন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.