বাড্ডায় লরি উল্টে ভয়াবহ যানজট

রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে রডবোঝাই একটি লরি উল্টে পড়ে আছে। এতে ওই সড়কে যানজট দেখা দিয়েছে।

আজ সোমবার (০৭ জুন) সকালে উত্তর বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি শপিং কমপ্লেক্সের সামনে লরিটি উল্টে পড়ে থাকতে দেখা যায়। তবে এই দুর্ঘটনায় কারও ক্ষয়ক্ষতি হয়েছে কি-না জানা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। এতে ব্যস্ত সড়কটিতে সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার পর সড়কটির রামপুরা থেকে বাড্ডাগামী অংশটি দিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়লে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের।

বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মো. ফারুক গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত লরিটি সরানোর চেষ্টা করছেন। শিগগিরই রাস্তাটিতে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.