মদে বাড়ছে ২০ শতাংশ অগ্রিম কর

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অ্যালকোহল জাতীয় মাদক দ্রব্যে ২০ শতাংশ অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্য ও সেবায় বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আমদানি করা অ্যালকোহল বা বিদেশি মদ রয়েছে।

মদ আমদানির ক্ষেত্রে অগ্রিম কর বাড়ানোর প্রস্তাবিত বাজেট পাস হলে শিল্প-কারখানায় ব্যবহৃত অ্যালকোহল বা মদের দাম বাড়বে।

জানা গেছে, দেশে-বিদেশি মদ আমদানিতে অনেক ধরনের বিধিনিষেধ আছে। মদ আমদানিতে অনেক টাকা কর দিতে হয়। বিয়ার ও ওয়াইন আমদানি করতে হলে সাড়ে চারশ শতাংশ কর দিতে হয় বাংলাদেশে। আর হুইস্কি বা ভদকার মতো পানীয় আমদানিতে শুল্কের হার ছয়শ শতাংশের বেশি।

এছাড়া তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যেজর্দা ও বিড়ি-সিগারেটের ক্ষেত্রে দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।ফলে এখন থেকে সিগারেট কিনতে বেশি অর্থ গুণতে হবে ধূমপায়ীদের।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.