লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি মোট ১ কোটি ৩২ লাখ ৭ হাজার ৮৪৭টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৬২ লাখ ১১ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৯ কোটি ৩৫ লাখ টাকা।

ইফাদ অটোস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ৩৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৯ কোটি ১৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও যমুনা ব্যাংক লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.