হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে সফরকারীদের হারাতে পারলেই প্রথমবারের মতো তাদের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও জিটিভিতে।

এর আগে প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মধ্যে দিয়ে সিরিজটা ঘরে তুলে নিয়েছে টাইগাররা।

গত দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২৬ মে) বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ সদস্যের সঙ্গে যোগ হয়েছেন ব্যাটসম্যান নাঈম শেখ।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

সম্ভাব্য শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটকিপার), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.