যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম নাহিয়ান। সে জ্যাকসন হাইটসের উডিসাইড পাবলিক স্কুলের তৃতীয় গ্রেডের ছাত্র ছিল।
জানা যায়, শুক্রবার সকালে নাহিয়ান স্কুলে যাওয়ার পথে একটি ট্রেইলরের নিচে চাপা পড়ে। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ট্রেইলার চালককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধ ওই চালকের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।