জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেফতার

হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরার সদস্য। তিনি ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এস এম রশিদুল হক বলেন, ‘শাহজাহান চৌধুরীকে শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৬ মার্চ হাটহাজারিতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.