ক্রাউন সিমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মারা গেছেন

জিপিএইচ গ্রুপের অন্যতম উদ্যোক্তা পরিচালক ও এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জিপিএইচ ইস্পাত।

আব্দুর রউফের প্রথম নামাজে জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ জিপিএইচ গ্রুপ ও ক্রাউন সিমেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বড় ভাই। তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে গত কয়েক দশক ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

তিনি নানাবিধ সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলাসহ বিভিন্ন সেবামূলক কাজে আজীবন নিজেকে নিবেদিত রেখেছিলেন। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.