হেফাজতের প্রবাসী মদদদাতাদের বিরুদ্ধে ইন্টারপোলে অভিযোগ

হেফাজতে ইলামের তাণ্ডবে মদদদাতা প্রবাসীদের বিচারের আওতায় আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।

আজ রোববার (০৯ মে) গণমাধ্যমকে তিনি বলেন, তাণ্ডব চালাতে উস্কানি দেওয়া হয়েছে বিদেশ থেকেও। তাণ্ডবের পরও হেফাজতের সমর্থন বাড়াতে ছড়ানো হচ্ছে গুজব। এটি করছে একটি চক্র। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হচ্ছে তাদের। দেশের বাইরে অবস্থান করায় এদের গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে।

এ কে এম হাফিজ আক্তার আরো জানান, সাম্প্রতিক তাণ্ডব চালাতে টাকা এসেছে দেশ-বিদেশ থেকে। মামুনুল হকসহ হেফাজত নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে টাকার যোগানদাতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লকডাউন উঠে গেলে হেফাজত যাতে নতুন করে সহিংসতা চালাতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদের নামে ঢাকা ও ঢাকার বাইরে তাণ্ডব চালায় হেফাজত। এ নিয়ে সারাদেশে মামলা হয়েছে শতাধিক। প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.