যমজ ১৪: এবার চার চরিত্রে মোশাররফ করিম

সাম্প্রতিক দর্শকপ্রিয় নাটকগুলোর অন্যতম ধরা হয় মোশাররফ করিম অভিনীত ‘যমজ’। ইতোমধ্যে প্রচার হয়েছেন এর ১৩টি সিজন।

ঈদের বিশেষ এই সিরিজের প্রথম নাটকে তিনি অভিনয় করেন দ্বৈত চরিত্রে। এরপর তাকে পাওয়া গেছে তিনটি চরিত্রে। আর এবারের ঈদে একই নাটকে চারটি ভূমিকায় আসছেন এই অভিনেতা।

মোশাররফ করিম বললেন, ‘‘নাটকটি বেশ জনপ্রিয় হয়েছে। ‘যমজ’-এর জন্য তাই সবসময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি।’’

কচি খন্দকারের রচনায় এবারের কিস্তিটি পরিচালনা করেছেন আজাদ কালাম।

পরিচালক বলেন, ‘‘করোনার কারণে গত ঈদে নির্মিত হয়নি এর কোনও সিক্যুয়েল। গতবার ফাঁকা গেলেও এবারের ঈদে বিশেষ চমক নিয়ে আসছে ‘যমজ ১৪’।’’

আগের নাটকগুলোতে বাবা, ভাই ও নিজ- এই তিন চরিত্রে হাজির হয়েছেন মোশাররফ। এবার বাড়ছে আরও একটি চরিত্র।

এদিকে, ‘যমজ ১৪’ নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এতে তিনি অভিনয় করেছেন জবা চরিত্রে।

জানা যায়, নাটকটি ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ৮টায় দেখা যাবে আরটিভিতে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.