আচমকা অবসরের ঘোষণা লংকান অলরাউন্ডারের

পাল্লেকেলে টেস্ট সিরিজ জয়ে শ্রীলংকা দলটি যখন তৃপ্তির ঢেকুর তুলছিল, ঠিক তখনই আচমকা ক্রিকেটকে বিদায় জানিয়ে সবাইকে অবাক করে দিলেন দেশটির পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী এ মারকুটে অলরাউন্ডার। অথচ এই অলরাউন্ডারকে নিয়েই অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর কথা ছিল লংকান বোর্ডের।

কিন্তু তার আগেই জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে নিলেন পেরেরা। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলে যাবেন এ তারকা অলরাউন্ডার।

২০০৯ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন পেরেরা। সে হিসাবে আন্তর্জাতিকে তার ক্যারিয়ারের বয়স ১২ বছর।

ক্যারিয়ারে ৬ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন থিসারা পেরেরা। টেস্টে ২০৩ রান ও ১১ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ২৩৩৮ রান ও ১৭৫ উইকেট এবং টি-টোয়েন্টতে ১২০৪ রান ও ৫১ উইকেট রয়েছে পেরেরার সংগ্রহে।

তথ্যসূত্র: ক্রিকইনফো।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.