নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৮৩ ঘণ্টার অবরোধ কর্মসূচীর প্রথম দিন আজ শনিবার ভৈরবে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সংগ্রাম কমিটির সদস্য সচিব ও পৌরসভার প্যানেল মেয়র আরিফুল ইসলামের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একটি সমন্বিত বিক্ষোভ মিছিল গাছতলাঘাট বাজার হয়ে মুসলিমের মোড় দিয়ে ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ওঠতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি সেখান থেকে ঘুরে রফিকুল ইসলাম কলেজ রোড দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠতে গিয়ে আবারো পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে তারা কলেজ রোডের পাশে প্রতিবাদ সভা করে।
এদিকে সকাল ৯টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও যুবদলের একটি বিক্ষোভ মিছিল আইস কোং মোড় থেকে বের হয়ে বঙ্গবন্ধু সরণী হয়ে ফিরে আসে। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহেদুল হক ইমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বাঁধা দেয় পিকেটাররা।