নন্দীগ্রামে মমতা হাসলেন শেষ হাসি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসনে ১২০১ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় নিশ্চিত হতেই বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে অফিসে ঢুকেছেন তিনি।

এর আগে মমতা দ্বাদশ রাউন্ডের গণনা শেষে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। তবে সবশেষ রাউন্ডে বিজয়ীর হাসি হাসলেন মমতা।

এই আসনে ভোট গণনার শুরুতে এগিয়ে ছিলেন মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। বেশ অনেকটা সময় এগিয়ে ছিলেন বিজেপির প্রার্থী। একাদশ রাউন্ডের শেষে ৩৩২৭ ভোটে এগিয়ে যান মমতা। দ্বাদশ রাউন্ডের শেষে ফের এগিয়ে যান শুভেন্দু। চতুর্দশ রাউন্ডের ভোট গণনার পর ২ হাজার ৩৩১ ভোটে আবার এগিয়ে যান মমতা।

রোববার (০২ এপ্রিল) পুরো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চললেও বাড়তি নজর নন্দীগ্রামের দিকে। গোটা দেশই তাকিয়ে ছিল তৃণমূলের আন্দোলন ভূমির দিকে।

ভোট গণনায় সামগ্রিকভাবে এগিয়েই রয়েছে তৃণমূল। বিকাল ৫টা পর্যন্ত ২১২ আসনে এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের কড়া টক্কর দিচ্ছে বিজেপি। ৭৮ আসনে এগিয়ে রয়েছে তারা। সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে দুটিতে, বাকি দুই আসনে এগিয়ে অন্যান্য।

সূত্র: এপিবি আনন্দ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.