১০০ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

আগের দিন ২৪২ রানে এগিয়েছিল শ্রীলংকা। আজ তড়িঘড়ি করে দলটি যোগ করেছে আরও ১৯৪ রান। সে হিসাবে ৪৩৬ রানের লিড পেয়েছেন স্বাগতিকরা।  অর্থাৎ পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে জয় পেতে হলে ৪৩৭ রান করতে হবে বাংলাদেশকে।

অর্থাৎ ইতিহাস গড়ে জিততে হবে বাংলাদেশকে। আর সেই ইতিহাস গড়ার তাড়ায় ইতোমধ্যে টপঅর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ছোট ছোট ইনিংস খেলে বিদায় নিয়েছেন তামিম, সাইফ ও শান্ত।

সবশেষ শ্রীলংকার শিকার নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন শান্ত। টাইগার সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন তিনি যে, ৬ টেস্টে ব্যর্থ থাকার পর ব্যাট কথা বলতে শুরু করেছে ঘরোয়া ক্রিকেটের এই দুর্দান্ত পারফরমারের। কিন্তু পরের দুটি ইনিংসে ডাক মেরে সেই আগের শান্তই হয়ে গেলেন তিনি। অবশ্য আজ রান পেয়েছেন, যদিও ইনিংস লম্বা করতে পারেননি। ৪৪ বলে ২৬ রান করেছেন। এতে চারটি বাউন্ডারি রয়েছে। দলীয় সংগ্রহ ১০০ ছাড়ার পর অভিষিক্ত বাঁহাতি অর্থডক্স স্পিনার প্রভীন জয়াবিক্রমার ঘূর্ণিতে সরাসরি বোল্ড হয়ে ফেরেন শান্ত। জয়াবিক্রমের জোড়া শিকার তিনি। এর আগে ওপেনার সাইফ হাসানকে ফেরান জয়াবিক্রমে। কভারে লাকমালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। আউট হওয়ার আগে সাইফ করেছেন ৩৪ রান।

দলীয় ৩০ রানের মাথায় ওপেনার তামিমকে হারাল বাংলাদেশ। ৩০ রানের মধ্যে তামিমেরই ২৪ রান। তিনটি বাউন্ডারি আর ১টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। ব্যাট হাতে নেমেই ওয়ানডে মেজাজে খেলছিলেন তামিম। অষ্টম ওভারে মেন্ডিসের ডেলিভারিতে ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তামিম।

এ প্রতিবেদন লেখার সময় ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১২ রান। ৩৩ বল খেলে ২৭ রানে অপরাজিত আছেন অধিনায়ক মুমিনুল।

অপরপ্রান্তে তাকে সঙ্গ দিতে নেমেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৭ বল খেলে ১ রানে অপরাজিত আছেন তিনি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.