সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪.৯৪%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪.৯৪ শতাংশ। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ৫১ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৩২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার  টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ১ হাজার ৬২ কোটি ৩২ লাখ ২৯ হাজার টাকার বা ২৪.৯৪ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৪ দশমিক ৫৮ পয়েন্ট বা  দশমিক ৮২ শতাংশ বেড়েছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৩ দশমিক ৩৬ পয়েন্ট বা ১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১০ দশমিক ৯১ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ১২.৪৩ পয়েন্ট বা ১ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৪৫টির। আর ৬৩টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩৯৫ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টাকা বা দশমিক ৫১ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৭০ হাজার ৭১২ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার টাকায়।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.