একনজরে চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির আজ (২৯ এপ্রিল) সর্বশেষ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করার পর লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি চারটি হচ্ছে-এনআরবিসি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।  কথা।

পাঠকদের সুবিধার্থে এখানে সংক্ষেপে ৪টি কোম্পানির লভ্যাংশের তথ্য তুলে ধরা হল। বিস্তারিত জানতে অর্থসূচকে প্রকাশিত কোম্পানিগুলোর লভ্যাংশ নিয়ে প্রকাশিত আলাদা নিউজ পড়া যেতে পারে।

এনআরবিসি ব্যাংক

সর্বশেষ বছরের জন্য ব্যাংকটি সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

সোস্যাল ইসলামী ব্যাংক

এই ব্যাংকটি সর্বশেষ বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার অর্ধেক নগদ ও বাকী অর্ধেক বোনাস।

পিপলস ইন্স্যুরেন্স

কোম্পানিটি সর্বশেষ বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স

এই কোম্পানি সর্বশেষ বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.